বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা শুক্রবার নাগাদ ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ২৫১ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।
বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা আড়াই কোটির বেশি।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিলের অবস্থান তৃতীয়।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ২৬ জন। মোট মারা গেছেন ২ লাখ ১২ হাজার ৬৫৭ জন।
ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ৫২৬ জন।
ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ২৮ হাজার ৪৪৪ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৯৫৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ পরিস্থিতি
বাংলাদেশে করোনা সংক্রমণের সপ্তম মাস শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার।
গত সাত মাসে দেশে মোট ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন মোট ৫ হাজার ৪৬০ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|