বাগেরহাটের রামপালে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করায় মায়ের ওপর অভিমান করে জয়নুর শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুরে রামপাল উপজেলার ভুইয়ারকান্দর এলাকা থেকে জয়নুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত জয়নুর শেখ রামপাল উপজেলার ভুইয়ার কান্দর এলাকার বজলুর রহমানের ছেলে।
এর আগে শুক্রবার রাতের কোনো এক সময় বাড়ির পাশে বাগানে একটি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের মামা লোকমান শেখ বলেন, ছোটবেলায় বাবা বজলুর রহমান মারা যাওয়ার পর জয়নুর, জয়নুরের মা ও বোন আমার বাড়িতে থাকত। শুক্রবার রাতে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ ও বকাঝকা করেন জয়নুরের মা।
এতে রাগ করে সে বাড়ির পাশে আবুল হোসেনের বাগানে উঁচু গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করে।
রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম বলেন, আমরা খবর পেয়ে নিহত জয়নুর শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Source: www.jugantor.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|