গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ছাড়িয়ে গেছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী শুক্রবার পর্যন্ত সারা বিশ্বে ৩ কোটি ৬৭ হাজার ৭৫৮ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ লাখ ৪৪ হাজার ৮৫৬ জন।
সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার তালিকায় প্রথম তিন দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। গত ফেব্রুয়ারি-মার্চে ইউরোপের দেশগুলোতে ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। জুলাই-অগাস্টের দিকে সেখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে।
ইউরোপে আসন্ন শীতে পরিস্থিতি আবারও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যা ঠেকাতে ইউরোপের দেশগুলোর সরকার নানা ব্যবস্থার কথা ভাবছে।
যুক্তরাজ্য সরকার আবারও স্বল্প মেয়াদে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং চলাচলেও উপর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে।
ইউরোপের বাইরে ইসরায়েল দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন জারি করতে যাচ্ছে। শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে দ্বিতীয় দফায় লকডাউন কার্যকর হবে।
Source: www.bdnews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|