শাকিব খান এবার আসছে তার ‘নবাব এলএলবি’ নামের সিনেমা নিয়ে। এটি পরিচালনা করবেন অনন্য মামুন। গেল ১৫ মার্চ তিনি নতুন এ ছবির ঘোষণা দেন। সেখানে তিনি জানান, এ সিনেমায় শাকিবের বিপরীত দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়াকে।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর আবারো জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও মাহি। ২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিলো শাকিব-মাহিকে।
অবশেষে ৭ বছরের বিরতি শেষে আবারও জুটি বাঁধলেন তারা। বিষয়টি বেশ সাড়া ফেলেছে ঢালিউডপ্রেমীদের কাছে। রোজা ঈদে মুক্তির ঘোষণা এলেও করোনার কারণে থেমে যায় এ ছবির সব কাজ। তখন থেকেই সবাই অপেক্ষায় ছিলেন কবে শুরু হবে শুটিং, কবে মুক্তি পাবে ছবিটি।
অবশেষে নির্মাতা অনন্য মামুন জানালেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। শুটিং লোকেশন এখনো চূড়ান্ত নয়। তবে শুটিংয়ের সব প্রস্তুতিই নেয়া শেষ।
সেলিব্রেটি প্রোডাকশনে ব্যানারে ‘নবাব এল.এল.বি’তে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন শাকিব-মাহি।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|