নোয়াখালীর হাতিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম এ বি এম নোমান (৫৮)। শনিবার বেলা তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
নোমান সোনালী ব্যাংক তমরুদ্দি শাখার ক্যাশিয়ার ছিলেন। তাঁর গ্রামের বাড়িও তমরুদ্দি এলাকায়। হাতিয়া উপজেলায় করোনায় এটি প্রথম মৃত্যু। এর মধ্য দিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ৫৭।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা ফোকাল পারসন মো. নিজাম উদ্দিন বলেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা এ বি এম নোমান ১১ জুলাই হালকা জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।
পরদিন ১২ জুলাই তাঁর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। কিন্তু এর তিন দিন পর তাঁর জ্বর বেড়ে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ফলাফল আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন