খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯৬২।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩৭।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ২৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ হাজার ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৪৫ শতাংশ।
নতুন শনাক্ত ৩২০ জনের মধ্যে খুলনা জেলায় ১০৪ জন, বাগেরহাটে ১৫, চুয়াডাঙ্গায় ১৬, যশোরে ৬৫, ঝিনাইদহে ৪৬, কুষ্টিয়ায় ৩২, মাগুরায় ২৩, মেহেরপুর ৪, নড়াইলে ১৩ ও সাতক্ষীরায় ২ জন রয়েছেন।
সংক্রমণ ও মৃত্যু—দুই সূচকেই বিভাগের মধ্যে খুলনা অনেক এগিয়ে। মোট সংক্রমিত ৭ হাজার ৯৬২ জনের মধ্যে ৩ হাজার ৩০০ জনই খুলনা জেলার। বিভাগের মোট রোগীর ৪২ শতাংশ খুলনার।
বিভাগে মৃতের সংখ্যা এখন ১৩৭ জন। তাঁদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৪৮ জন মারা গেছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ২০, যশোরে ১৭, ঝিনাইদহ ও সাতক্ষীরায় ১০ জন করে, নড়াইল ও বাগেরহাটে ৮ জন করে, মাগুরায় ৭, মেহেরপুরে ৬ এবং চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছেন।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন