বয়স বিবেচনায় অন্য দেশের সঙ্গে বাংলাদেশে করোনায় মৃত্যুর ধরণে মিল পাওয়া যাচ্ছে না। অধিকাংশ দেশেই তুলনামূলক বৃদ্ধরা মারা যাচ্ছেন বেশি।
ইউরোপে মারা যাওয়া ৭০ শতাংশের বয়স ৭০ বছরের বেশি। ভারতেও মৃতদের প্রায় ৭৫ শতাংশ হচ্ছেন ৬০ বছরের বেশি বয়সী।যুক্তরাষ্ট্রে মারা যাওয়া ৯০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
তবে দেশে তুলনামূলক মধ্যবয়সীরা বেশি মারা যাচ্ছে। দেশে করোনায় মৃতের ৫৭ শতাংশের বয়স ৬০ বছরের কম।
অধিদপ্তর বলছে, করোনায় মৃতের ৪৩ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৫ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সী ১ শতাংশ করোনা রোগী মারা গেছেন।
১০ বছরের কম বয়সীরাও করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন দেশে। এটি এক শতাংশের কাছাকাছি।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর মৃত ব্যক্তির বয়স ও লৈঙ্গিক পরিচয় দিলেও মৃত্যুর কারণ, উপসর্গ বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করে না।
জেলাওয়ারী করোনা শনাক্তের সংখ্যা বলা হলেও মৃত্যুর সংখ্যা বলা হয় শুধু বিভাগওয়ারী। এতে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ঢাকা বিভাগে। এর মধ্যে ঢাকা ও নারায়নগঞ্জ শহর এলাকায় মৃত্যুর হার বেশি।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|