জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল ইউএন উইমেন বলছে, সব দেশেই করোনা আক্রান্ত হয়ে নারীর তুলনায় পুরুষ বেশি হারে মারা গেছেন।
জার্মানিতে পুরুষ মৃত্যুর হার ৫৫ এবং নারী ৪৫ শতাংশ। ইতালিতে ৫৮ শতাংশ পুরুষ ও ৪২ শতাংশ নারী মারা গেছেন। যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ পুরুষ ও ৪৬ শতাংশ নারী মারা গেছেন।
চীনে ৬৩ শতাংশ পুরুষ ৩৭ শতাংশ নারী মারা গেছেন। এ ছাড়া করোনায় মৃতদের মধ্যে ভারতে ৬৩ শতাংশ ও পাকিস্তানে ৭১ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনায় মৃতের ৭৯ শতাংশ পুরুষ ও ৩১ শতাংশ নারী। এ পর্যন্ত ১ হাজার ৬২৪ জন পুরুষ ও ৪৯৭ জন নারী মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। তবে এর বাইরে করোনার উপসর্গ নিয়ে আরও অনেকের মুত্যু ঘটলেও তার কোনো সরকারি হিসাব নেই।
গত ২৩ জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা অনলাইন ব্রিফিংয়ে বলেন, একটি আর্ন্তজাতিক গবেষণায় দেখা গেছে, নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। জিনগতভাবে নারীর রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে।এ ছাড়া নারীর তুলনায় পুরুষেরা বিভিন্ন অসংক্রামক রোগে ভোগেন।
ধূমপান, মদ্যপানের মতো ক্ষতিকর জিনিসে নারীর তুলনায় পুরষের অভ্যস্ততা বেশি।সামাজিক দূরত্ব রক্ষা না করার প্রবণতাও বেশি পুরুষের।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|