খুলনা বিভাগে নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই দিনে বিভাগে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এটিও এখন পর্যন্ত বিভাগে এক দিনে মৃতের সংখ্যার রেকর্ড।
এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯০৩। আর করোনায় মৃতের সংখ্যা ঠেকল ৪৩ জনে। বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, মারা যাওয়া সাতজনের মধ্যে রয়েছেন খুলনা জেলার তিনজন, কুষ্টিয়ার দুই, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে। বিভাগে নতুন করে ৩২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭০৬ জন।
এদিকে বিভাগে নতুন সংক্রমিত ২১৯ জনের মধ্যে খুলনা জেলার ৫৮, বাগেরহাটের ৩১, সাতক্ষীরার ৮, যশোরে ৪৫, ঝিনাইদহে ১৬, মাগুরার ১০, নড়াইলের ২, কুষ্টিয়ার ৩৯, চুয়াডাঙ্গার ৭ ও মেহেরপুরের ৩ জন রয়েছেন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগে করোনার সংক্রমণের গতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে বাড়িতে করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে, সেই বাড়ি ও আশপাশে কিছু বাড়ি লকডাউন করা হচ্ছে, যাতে সংক্রমণ ঠেকানো যায়।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|