করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন (৩৭) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। করোনায় সংক্রমিত হয়ে এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মারা গেলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন শেখ ফরিদ উদ্দিন। করোনায় সংক্রমিত হলে ১২ জুন তাঁকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে প্লাজমাও দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো যায়নি।
করোনায় এর আগে বিভিন্ন ব্যাংকের ২০ জনের বেশি মারা গেছেন। সংক্রমিত হয়েছেন প্রায় এক হাজার ব্যাংক কর্মকর্তা।
করোনভাইরাস থেকে রক্ষায় ব্যাংকগুলোয় পালাক্রমে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকেও একইভাবে পালাক্রমে কাজ চলছে। এরপরও সংক্রমিত হচ্ছেন কর্মকর্তারা।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|