আজ (সোমবার) থেকে পাঁচ দিনের জন্য খুলনার বড় বাজারের নিত্যপ্রয়োজনীয় সকল দোকানপাট বন্ধ থাকবে। রোববার (২১ জুন) সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, সারাদেশে করােনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে, খুলনায়ও প্রতিদিন অনেক মানুষ এই রােগে আক্রান্ত হচ্ছেন। বাজার সমিতির কিছু ব্যবসায়ীও করােনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং কয়েকজন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, এই বাজারে করােনাভাইরাসের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। তাই সকলের সুস্থ থাকার জন্য ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত আমাদের সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খুলনা ধান-চাল বণিক সমিতির সভাপতি মনির আহমেদ বলেন, করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষ থেকে সকল ধান ও চালের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও খুলনা ধান-চাল বণিক সমিতির আওতাভুক্ত রয়েছে বড় বাজারের প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন