সাতক্ষীরায় দুই ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ১২ জন করোনা শনাক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে সাতক্ষীরায় মোট ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হলো।
করোনায় সংক্রমিত দুই ব্যাংক কর্মকর্তা হলেন-কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে আসাদুল ইসলাম (৪৫)। তিনি ইসলামী ব্যাংক খুলনার দৌলতপুর শাখার প্রিন্সিপাল অফিসার।
অপরজন কালিগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ইউছুফ আলী মোড়লের ছেলে শাহিন হোসেন (৩৫)। তিনি ইসলামী ব্যাংক খুলনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার।
সংক্রমিত অন্য ১০ জনের মধ্যে পাঁচজনের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল, পুরাতন সাতক্ষীরা ও ইটেগাছা এলাকায়। বাকি পাঁচজনের মধ্যে দুজনের বাড়ি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া ও কৃষ্ণনগর ইউনিয়নে, দুজনের বাড়ি কলারোয়া সদরে ও একজনের বাড়ি তালা সদরে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, সাতক্ষীরা থেকে মোট ১ হাজার ৪৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১ হাজার ৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন তাঁদের কার্যালয়ে এসে পৌঁছেছে।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|