বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করোনাভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ এসেছে। আজ বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল লতিফ বকশী এ তথ্য নিশ্চিত করেছেন।
লতিফ বকশী জানান, লক্ষণ থাকায় ঈদের আগে একবার বাণিজ্যমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তখন ফলাফল নেগেটিভ এসেছিল। সম্প্রতি আবার তাঁর লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। কিন্তু এবার ফলাফল পজিটিভ আসে।
লতিফ বকশী আরও জানান, সুস্থ না হওয়া পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হাসপাতালেই থাকবেন। সুস্থতার জন্য বাণিজ্যমন্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|