দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে দেশে এইপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৮২৮ জন। ভাইরাসটিতে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০৩৯১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৮০৪ জন।
শুক্রবার (০৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। লাইভে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় টি নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৬৪৫। মোট নুমুনা পরীক্ষা করা হয়েছে ১৪০৮৮টি। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।
নতুন করে নমুনা পরীক্ষায় আরও ২৮২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৩৯১ জন। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন ৩০ জন। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৮১১ জন।
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন লাইভ বুলেটিনে।
গত ডিসেম্বরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় চীনের উহান শহরে। এই ভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। তবে এখন আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সাথে বাড়ছে মৃত্যুও।
প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাথে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|