করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মো. সামসুদ্দিন। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমন্ট বিভাগে অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৯ মে) দিনগত রাত আড়াইটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু সামসুদ্দিনের ভাই আমিন উদ্দিন জানান, ভাইয়া অসুস্থ হলে প্রথমে তাকে মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ মে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি জানান, শনিবার বেলা ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং ছোট ছেলের এবার এসএসসির ফল প্রার্থী।
এর আগে গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংকটির সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদের মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Source: www.banglanews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন