করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের এই কথা বলেন।
মৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কাথণ্ডা গ্রামের এক কৃষক (৩৫) ও তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের এক হার্ডওয়ার ব্যবসায়ী (৬৫) রয়েছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে শুক্রবার রাতে তাদের মৃত্যু হয় বলে রফিকুল জানান।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. জয়ন্ত সরকার বলেন, বৃহস্পতিবার সকালে (২৮মে) ওই হার্ডওয়ার ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার(২৭ মে) বেলা ১টায় ওই কৃষককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Source: www.bdnews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন