করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘ ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস।
আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে চলবে। বয়স্ক, অসুস্থ এবং সন্তান সম্ভবাদের এ সময় অফিসে আসা যাবে না।
সাধারণ ছুটিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছিল। সাধারণ ছুটির শেষ হওয়ার জন্য আবার শুরু হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং। এই বিষয়ে আজ বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার প্রকাশ হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে ২০২০। ফলে ৩১ মে (রবিবার) থেকে স্বাভাবিক ব্যাংকিং শুরু হবে। সার্কুলার ১৯/২০০৯ ও ২০/২০০৯ এ বর্ণিত নির্দেশনা মোতাবেক ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি সাধারণভাবে পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরো বলা হয়েছে, 'ব্যাংকে স্বাস্থবিধি মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি,অসুস্থ কর্মকর্তা/কর্মচারী ও গর্ভবতী নারীদের অফিসে আসা থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে। '
আরো বলা হয়েছে, 'ঝুঁকিপূর্ণ এলাকাতে অফিসের লেনদেনের সময় দুপুর ২:৩০ পর্যন্ত এবং অফিস কার্যক্রম ৪:০০ টা পর্যন্ত চলবে।'
সার্কুলার দেখুনSource: www.eisomoy24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|