খুলনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নড়াইলের ৩ জনসহ মোট ৭ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন খুলনার, ঝিনাইদহের একজন ও নড়াইলের তিনজন।
মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৩২টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে তিনজন নড়াইল জেলার বাসিন্দা। একজন ঝিনাইদহের ও বাকি তিনজন খুলনা জেলার।
তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে একজন ঝিনাইদহ জেলার সাংবাদিক (৪০) রয়েছেন। নড়াইলের তিনজনের মধ্যে একজন শিশু (৫) ও দুইজন নারী (৩০) ও (২০)। তারা লোহাগড়া ও বাশগ্রাম এলাকার বাসিন্দা।
খুলনার তিনজনের মধ্যে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকার দুইজন পুরুষ। তাদের বয়স ৪৪ ও ২৪। বাকি একজন দাকোপ উপজেলার বাসিন্দা (৩০)।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|