খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শম্পা রায়সহ আরও পাঁচ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৪০টি।
নমুনা পরীক্ষা করে নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শম্পা রায়, খুলনা মহানগরীর করিমনগর এলাকার গোলদারপাড়ার রাসেল, বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার আবদুল আকন হাওলাদার, বাগেরহাট সদর উপজেলার বিজয়পুর এলাকার রুমা বেগম, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা সদরের মাজেদুল ইসলামের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
ডা. মেহেদী নেওয়াজ বলেন, এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৬ জনে।
Source: www.samakal.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|