করোনা ভাইরাসে দেশের এই দুর্দিনে ইসলামী ব্যাংক কর্মকর্তাগণ তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার যুদ্ধে শামিল। তারা দেশের অর্থনৈতিক যোদ্ধা। সাবধানতা অবলম্বন করার পরেও নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখায় ০৬ জনের পজিটিভ রেজাল্ট এসেছে।
জানা যায়, গত মঙ্গলবার শাখাটির ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক জানান, ব্যাংকে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত।
মঙ্গলবার সকালে কর্মরত ১১ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারী জানান-তারা জ্বরসহ সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় কর্তৃপক্ষকে অবগত করা হলে সৈয়দপুর শাখার সার্বিক কার্যক্রম বন্ধ করে লকডাউন করার নির্দেশ আসে।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল বাশার জানান, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা ব্যবস্থাপক একটি আবেদন করেছেন। তাদের বেশ কজন কর্মকর্তা-কর্মচারী জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় আক্রান্ত।
তাদের নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করা হয় ওই আবেদনপত্রে। আগামী ৩০ এপ্রিল কোয়ারেন্টাইনে থাকা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার ১১ জন কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য বিভাগ।
গত ৩০ এপ্রিল কোয়ারেন্টাইনে থাকা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখায় ০৬ জনের পজিটিভ রেজাল্ট এসেছে।
Source: www.bankingnewsbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন