দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)- এর ৯১তম (গ্রীষ্মকালীন) আইবিবি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা(JAIBB ও DAIBB উভয়ের জন্য), জুন- ২০২০ হওয়ার কথা ছিল।
কিন্তু আজ এই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। উক্ত পরীক্ষার সংশােধিত সময়-সূচী পরবর্তিতে জনানাে হবে।
দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর ডিপ্লোমা পরীক্ষা স্থগিত ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত। নভেল করােনা ভাইরাস (COVID-19) এর কারনে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর ০৫ জুন ২০২০ তারিখ হতে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার ২৫ এপ্রিল, ২০২০ দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর মহাসচিব এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, উক্ত পরীক্ষার সংশােধিত সময়-সূচী পরবর্তিতে আইবিবির ওয়েব সাইট ও সংবাদ পত্রের মাধ্যমে জনানাে হবে।
Source: www.eisomoy24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|