ঢাকাই সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব খান। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন।
যুদ্ধ চলছে পুরো পৃথিবীতে। এই যুদ্ধ নিরাপদে থাকার, ঘরে থেকে করোনাভাইরাস মোকাবিলার। বৈশাখে ঘর থেকে হওয়ার কোনো সুযোগ নেই।
পুরোনোকে বিদায় ও নতুনকে স্বাগত জানানোর এই দিনে ঘরে ঘরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করব, সবাই যেন সুন্দর, স্বাভাবিক জীবন ফিরে পায়।
বৈশাখ মা-বাবার সঙ্গে কাটবে। মায়ের তৈরি পান্তা, ইলিশ, পোড়া মরিচ ও ভর্তা খাব। মা-বাবার সঙ্গে আড্ডা দেব। সবার খোঁজখবর নেব।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন