ভারত-পাকিস্তানে ১০ হাজার ছাড়ালো করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে ভারতে সংক্রমিত প্রায় ৬ হাজার। পাকিস্তানে এ সংখ্যা চার হাজারের বেশি; মোট প্রাণহানি ৬১ জন।
গেলো ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিত হয়েছে সাড়ে ৫শ’ মানুষ। প্রাণ গেছে মোট ১৭৮ জনের। হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে দিল্লির কমপক্ষে ২০টি স্থান। এছাড়া মহারাষ্ট্রের পর দিল্লিতেও জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশব্যাপি ২১ দিনের লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত হলেও সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন নেতারা। তবে কতোদিন বাড়ানো হবে সে ঘোষণা এখনও আসেনি।
Source: jamuna.tv
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|