গত কয়েক দিন ধরেই রাজ্য ও জাতীয় স্তরে ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন একাধিক বলিউড তারকা। এবার সেই তালিকায় উঠে এলো অমিতাভ বচ্চনের নাম। হাজি আলি দরগা ট্রাস্ট এবং মখদুম সাহেব চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে কাজ করছেন অমিতাভ।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করা এক লক্ষ কর্মীদের রেশনের দায়িত্ব নিয়েছেন তিনি। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমে এই পরিবারগুলোর হাতে চাল, ডালসহ রেশনের বিভিন্ন প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগে তার সঙ্গে যুক্ত হয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া এবং একটি নামজাদা গয়নার ব্র্যান্ড।
এছাড়াও করোনা সম্পর্কে সচেতনতার প্রসারে একটি শর্টফিল্ম ভার্চুয়ালি পরিচালনা করবেন প্রসূন পাণ্ডে। তাতে অমিতাভ ছাড়াও রজনীকান্ত, প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভাট, চিরঞ্জীবী, মামুট্টি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে
Source: jamuna.tv
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|