বরিশালে আবার শ্বাসকষ্ট, জ্বর ও কাশি নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পাঁচটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির বয়স হয়েছিল ৫০ বছর। তিনি কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এর আগে তাঁর জ্বর, কাশি ছিল। তবে সোমবার সকাল থেকে শ্বাসকষ্ট হওয়ার পর বিকেলে হাসপাতালে আনার ১০-১২ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার তাঁর বাড়িটি সম্পূর্ণ লকডাউন করে দেওয়ার জন্য লোক পাঠিয়েছি।’
এর আগে গত ২৮ মার্চ গভীর রাতে ও ২৯ মার্চ সকালে সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে করোনা ইউনিটে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।
Source: prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন