এছাড়া লঘু সাজাপ্রাপ্ত আসামিদের জেল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রীসভায়। মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গেছে, হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি ছাড়া ইতোমধ্যে দীর্ঘদিন জেলখাটা ও লঘু অপরাধে দণ্ডিতদের মুক্তির নীতিমালা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মাস্ক ও পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বানায় এমন কারখানাগুলো ছাড়া বাকিগুলো বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া দেশের যেসব অঞ্চলে করোনা আক্রান্ত রোগী বেশি সেইসব অঞ্চল লকডাউন করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Source: independent24
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|