করোনাভাইরাস পরিস্থিতিতে মোমাবাতি বা প্রদীপ প্রজ্বালন কর্মসূচি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরু থেকেই এর সমালোচনা চলছিল।
মোদির ডাকে সাড়া দিয়ে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিট প্রজ্বালন কর্মসূচি পালন করে ভারতবাসী।
তারকা ক্রিকেটারাও এতে অংশ নেন। এরপর টুইটে টিম ইন্ডিয়ার বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা লেখেন, ঘরে থাকুন, বিশ্বকাপ এখনও বাকি! কিন্তু কেন এমন বললেন তিনি?
এদিন মোদির আহ্বানে মোমবাতি বা টর্চ জ্বালানোর পাশাপাশি অনেকেই রাস্তায় বেরিয়ে পটকা ও আতশবাজি ফাটান। শুধু তাই নয়, হট্টগোললের সঙ্গে জমায়েত করে ‘দিওয়ালি সেলিব্রেশন মুড’ দেখান তারা। সেশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেসব ছবি ভাইরাল হয়েছে।যা দেখে রোহিত মূলত বোঝানোর চেষ্টা করেছেন লড়াই এখনও বাকি। আমরা বিশ্বকাপ জিতিনি যে এভাবে উদযাপন করতে হবে।
করোনা যুদ্ধে প্রথম শর্তই ছিল ঘরে থাকা। মোমবাতির প্রার্থনায় ঐক্যের বার্তা দিতে গিয়ে রাস্তায় গণজমায়েত বা জনসমাবেশ করলে কার্যত দেশের ক্ষতি হবে। এতে মারণঘাতী ভাইরাসের সামাজিক সংক্রমণ আরও বাড়বে।
উল্লেখ্য করোনা থেকে বাঁচতে ভারতজুড়ে এখন চলছে ২১ দিনের লকডাউন। যার ১৩তম দিন আজ সোমবার।
Source: jugantor.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|