যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর এলাকার একটি চালের মিল থেকে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মিলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।
মনিরামপুর থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর শিকদার মতিয়ার রহমান জানান, শুক্রবার বিকেলে বিজয়রামপুর গ্রামের ভাইভাই চালের মিলে একটি ট্রাকে আনা খাদ্য অধিদপ্তরের চাল নামানো হচ্ছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিসহ কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে ট্রাক থেকে খাদ্যগুদামের সিল মারা চালের বস্তা নামাতে দেখা যায়। একইসাথে মিলের অভ্যন্তরেও একই চালের বস্তা পাওয়া যায়। চালের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এ সময় ওই চাল জব্দ এবং মিলের মালিক আব্দুল্লাহ আল-মামুনকে আটক করা হয়।
Source: jamuna.tv
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|