প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ। সিনেমা হলগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র সমিতি। এরই মধ্যে ছাড়পত্র পেয়েছে সুপারস্টার শাকিব খান ও বিউটি কুইন শবনম বুবলী অভিনীত চলচ্চিত্র বিদ্রোহী। বহুল প্রতীক্ষিত এই ছবিটি মুজিববর্ষ শুরুর আগের দিন ছাড়পত্র পেয়েছে। বঙ্গবন্ধুকে ছবিটি উৎসর্গ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পরিচালক শাহিন সুমন বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমাদের ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করছি। খুশির খবর হলো– ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে।’
‘বিদ্রোহী’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
Source: www.jugantor.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|