নির্মাণের শুরু থেকে আলোচনায় শাকিব খানের ‘বীর’। ছবিটি দেখতে মুখিয়ে আছেন দর্শক। অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)।
শুক্রবার দেশের ৮০ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত চলতি বছরের বহুল প্রতীক্ষিত এ ছবি। বৃহস্পতিবার দুপুরে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন।
ঢাকার মধ্যে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং ধানমন্ডির সীমান্ত সম্ভার, যমুনা ব্লক বাস্টার, শ্যামলী, আনন্দ, এশিয়া, বিজিবি, বলাকা, মধুমিতাম অভিসার, পদ্মা, পূনম, পূরবী, জোনাকি, মুক্তি, বর্ষা, অভিসার, চম্পাকলি সবখানেই চলবে শাকিব খান প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’।
শাকিব খানের ‘বীর’-এর দাপটে এদিন প্রেক্ষাগৃহে আর কোনো নতুন ছবি মুক্তি পাচ্ছে না। প্রযোজক ও পরিবেশক সমিতি বলছে, ভালোবাসা দিবসে মুক্তির জন্য একাধিক ছবি নাম লিপিবদ্ধ থাকলেও মুক্তির মিছিলে থাকছে শুধুমাত্র ‘বীর’। আর এ ছবির মাধ্যমে ২০২০ সালে ঢালিউড বস শাকিব খানের প্রথম কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে।
চলতি বছরে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবি আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে ছবি সংশ্লিষ্টরা মনে করছেন, বীরের মাধ্যমে চাঙ্গা হবে সিনেমা বাজার।
প্রদর্শক সমিতি আশা করছে, ‘বীর’ সিনেমা হলগুলোতে চলবে উৎসবের আমেজে। এমনকি পহেলা বৈশাখ পর্যন্ত ‘বীর’ দাপিয়ে প্রদর্শিত হবে। এদিকে, ‘বীর’ যৌথভাবে পরিবেশনা করছে সুনান ফিল্মস ও এসকে ফিল্মস। জানা গেছে, যেসব সিনেমা হলে ‘বীর’ প্রদর্শিত হতে যাচ্ছে, সবখানেই হাই রেন্টালে ছবি দেওয়া হয়েছে।
মুক্তির আগেই ‘বীর’-এর ফার্স্টলুক, গান, ট্রেলার প্রকাশের পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইমরান-কোনালের গাওয়া ‘তুমি আমার জীবন’ গানটি এসকে ফিল্মসের ইউটিউবে প্রকাশের পর সাড়া ফেলেছে।
ছবির অন্যান্য গানগুলোও মুগ্ধ করেছে। ‘বীর’-এর ট্রেলারেও নতুন শাকিবকে দেখেছেন দর্শক। সবকিছু ছাপিয়ে নায়ক শাকিব প্রযোজিত তৃতীয় ছবি ‘বীর’ দাপটের সঙ্গে সিনেমা হলে দর্শকদের কতোটা মনোরঞ্জন করতে পারবে সেটাই এখন দেখার অপেক্ষা।
Source: www.channelionline.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন
বিনোদন বিভাগের আরও খবর