শাকিব খান ও শবনম বুবলী অভিনীত নতুন ছবি ‘বীর’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। শনিবার রাতে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলার প্রকাশ করা হয়।
প্রায় তিন মিনিটের এই ট্রেলার জুড়ে রাজনীতি ও অ্যাকশন উঠে এসেছে। ছবিতে শাকিবের ভিন্ন লুক ও রাজনৈতিক সংলাপ সবার নজর কেড়েছে শাকিব ভক্তদের।পাশাপাশি প্রশংসায় ভাসছে কমেন্ট বক্সে।
‘বীর’ নামের ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ। এটি তার ক্যারিয়ারের পরিচালিত ৫০তম চলচ্চিত্র। শাকিব-কাজী হায়াৎ জুটির এটি প্রথম সিনেমা।
‘বীর’ ছবিতে শাকিব খান-শবনম বুবলী ছাড়াও মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ,ও সাংবাদিক শাবান মাহমুদসহ অনেকে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ব্যানারে নির্মিত তৃতীয় সিনেমা ‘বীর’। ছবিটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন মো.ইকবাল।
‘বীর’ ছবিটি আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ (ফেব্রুয়ারি) শুক্রবার মুক্তি পেতে চলছে দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে। এর আগে গতবছর ১২ ডিসেম্বর ‘বীর’ সিনেমাতে শাকিব খানের ফাস্টলুক উন্মুক্ত করা হয়। এরপর ৬ ফেব্রুয়ারি প্রকাশ হয় প্রথম গান।
Source: www.kalerkantho.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|