শাকিব ভক্তরা কিছুটা হতাশ, কারণ বাজারে জোর গুঞ্জন ঈদে শাকিব খানের কোন ছবি আসবে না। বেশ কিছু বছর ধরে প্রতিটি ঈদেই শাকিব খানের নতুন ছবি ছিল। এবার ঈদে শাকিবের নতুন ছবি না থাকা মানে নিঃসন্দেহে ব্যতিক্রম ঘটনা।
না। তেমনটা হচ্ছে না। গুঞ্জনকে বাতিল করে নতুন খবর জানা গেছে। ঈদে আসছে শাকিব খানের দুটি ছবি— শাহেনশাহ ও লন্ডন লাভ।
শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ প্রথমে মুক্তির কথা ছিলো গত বছরের রোজার ঈদে। এরপর আরও দুবার তারিখ পরিবর্তন করেও সিনেমা হলে আসেনি ছবিটি। তবে পরিচালক রনি সম্প্রতি জানিয়েছেন ছবিটি এবারের ঈদের জন্য ইতোমধ্যে প্রযোজক সমিতিতে তারিখ বুকিং দিয়ে রেখেছেন তারা।
তিনি বলেন, ‘এবার আর কোনভাবেই শাহেনশাহ মুক্তি পেছাবে না।’ শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।
অন্যদিকে ‘লন্ডন লাভ’ পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নুসরাত জাহান। আরও দুজন নায়িকা থাকবেন ছবিটিতে। শাকিব খানের প্রতিষ্ঠানের এসকে ফিল্মসের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে ব্রিট লিংক যুক্তরাজ্য।
ছবিটির শুটিং হবে দুবাই, যুক্তরাজ্য ও বাংলাদেশে। এ মাসের শেষেই শুটিং শুরু হবে।
Source: www.sarabangla.net
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|