ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পপি। ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়ক ওমর সানীর সাথে। এরপর তিনি জুটি বেঁধে সাফল্য পেয়েছেন শাকিল খান, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, মান্না, রুবেলসহ সমসাময়িক বহু নায়কের সঙ্গে।
বর্তমান সময়ের সেরা নায়ক শাকিব খানের বিপরীতেও বেশ কিছু ছবিতে দেখা গেছে পপিকে। 'দুজন দুজনার', 'হীরা চুনি পান্না', 'বস্তির রানী সুরিয়া' তারমধ্যে উল্লেখযোগ্য।
এরপর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে এই দুই তারকাকে আর একসঙ্গে দেখা যায়নি। তবে সেই বিরতি কাটিয়ে আবারও একসঙ্গে দেখা যাবে পপি-শাকিবকে। আসছে ১ ফেব্রুয়ারী বরিশালের ভোলার চরফ্যাশনে একটি প্রোগ্রামে দুজন পারফর্ম করবেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পপি।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে বলেন, 'আমাদের অভিনীত সিনেমা থেকে কিছু গান বাছাই করা হয়েছে। সেগুলোর সঙ্গে পারফর্ম করবো আমরা। অনেকদিন পর একসঙ্গে কোনো কাজে অংশ নিচ্ছি। আশা করি অভিজ্ঞতা ভালো হবে।'
পপি জানান, চরফ্যাশনের একটি ঐতিহ্যবাহী স্কুলের অনুষ্ঠান এটি। এখানে তার সঙ্গে শাকিবকে নাচতে দেখা যাবে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে।
এদিকে শোনা যাচ্ছে শিগগিরই আবারও সিনেমায় জুটি বাঁধতে চলেছেন পপি ও শাকিব খান। এ বিষয়ে জানতে চাইলে পপি বলেন, 'বেশ কিছু সিনেমায় আলোচনা হচ্ছে আমাদের নিয়ে। আমার ও শাকিব জুটির সব সিনেমাই হিট। সেদিক থেকে আবারও ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করি।'
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|