পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ। পিসিবির এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে এ সিরিজ অনুষ্ঠিত হবে। দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, লাহোরে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আবার ৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। এরপর দুই মাস বিরতি দিয়ে এপ্রিলে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে ম্যাচ। ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট। মোট তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|