আসন্ন দুর্গাপূজায় দেখা যাবে ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তবে স্বশরীরে নয়, তাদের দেখা মিলবে বড় পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে আগামী ৪ অক্টোবর রাজধানীর মধুমিতা সিনেমাহলে প্রদর্শিত হবে শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি। এমনটাই জানালেন ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রেক্ষাগৃহে গত সপ্তাহ থেকে “সাপলুডু” চলেছে। আগামী ৪ অক্টোবর থেকে ‘রাজনীতি’ চলবে। আমাদের চলচ্চিত্রের অবস্থা এখন খুব একটা ভালো না। লোকজনকে হলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই চলতি সপ্তাহে “রাজনীতি” দেখানো সিদ্ধান্ত নিয়েছি আমরা। আর ১১ অক্টোবর থেকে কলকাতার চলচ্চিত্র “বচ্চন” চলবে।’
জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রতিদিন ‘রাজনীতি’র তিনটি করে শো চলবে। সময়সূচি হলো বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা, ও রাত পৌনে ৯টা।
এদিকে, ২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’। এর মধ্য দিয়ে দুই বছর পর এটি আবার রুপালি পর্দায় আসছে। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। এতে আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।
Source: www.dainikamadershomoy.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|