চাঁদপুরের হাজীগঞ্জে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মাথায় তাল পড়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর (উত্তর) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন উপজেলার পূর্বপাড়ার মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল আলম জানান, গভীর রাতে শাহাদাত হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। পুকুরপাড়ের তালগাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি তাল তার মাথায় পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। শাহাদাত হোসেনের চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা এহসানুল হক মিলন জানান, শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে তার গ্রামে বিভিন্ন বাড়িতে প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তিনি মোহাম্মদপুর গ্রামে শাহাদাত মাস্টার হিসেবে পরিচিত।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
সাহরী ও ইফতারের সময়সূচি,রোজার নিয়ত ও ইফতারের দোয়া দেখতে এখানে ক্লিক করুন