যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রোববার ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
টেক্সাসের এডিসন শহরের মুখপাত্র জানিয়েছেন যে, ওই ছোট বিমানের কেউই বেঁচে নেই। বিমানের ভেতরে থাকা ১০ আরোহীই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দালাসের কাউন্টি মেডিকেলের কর্মকর্তারা।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, কিং এয়ার ৩৫০ বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে একটি টিমকে এডিসনে পাঠানো হয়েছে।
তবে বিমান দুর্ঘটনার কারণ বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বিমান বিধ্বস্তের স্থানে কালো ধোঁয়া দেখা গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ওই বিমানটি ছিল একটি ব্যক্তিগত বিমান। এটি স্থানীয় বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়েছে।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|