ঈদে মুক্তি পেয়েছে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন শাকিব খান। বেশ আগেই ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছিল। ‘পাসওয়ার্ড’-এর ফাঁস হওয়া কিছু দৃশ্যের সঙ্গে কোরীয় ছবি ‘দ্য টার্গেট’-এর কিছু দৃশ্যের মিল খুঁজে পান চলচ্চিত্র সমলোচকরা। কিন্তু পরিচালক বরাবরই ছবিটি মৌলিক বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলা সিনেমার বিভিন্ন পেজে বেশ শোরগোলও তৈরি হয়।
আফসারী এক ফেসবুক পোস্টে ঘোষণা করেন, ছবিটি নকল বলে কেউ প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন। তাঁর এমন সাহসী বক্তব্যে অনেকে মনে করেছিলেন, ছবিটি সত্যিই মৌলিক গল্পের। কিন্তু মুক্তির পর আবার নকল বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালক কথা ঘুরিয়ে বলেন, তিনি কখনোই মৌলিক ছবির পরিচালক নন। দশটি ছবি দেখে গবেষণা করে একটি তৈরি করেন। তাঁর এমন বক্তব্যে হতাশ হয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে একজন আনন্দ কুটুম। এই চলচ্চিত্রকর্মী ও সমালোচক ছবিটির প্রযোজক শাকিব খান ও পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন।
১৭ জুন কোরীয় ছবি ‘দ্য টার্গেট’ এর একটি সিডিসহ নকল প্রমাণের আটটি পয়েন্ট উল্লেখ করেছেন তিনি। আনন্দ কুটুম বলেন, ‘মালেক আফসারীর মতো পরিচালকদের জানিয়ে দিতে চাই, দেশ এখনো অথর্ব হয়ে যায়নি। এখানে যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে না। যা ইচ্ছা চুরি করে হজম করাও যাবে না। আমি মনে করি, সেন্সর বোর্ড বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।’
এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, ‘পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি প্রমাণিত হলে সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী অনেক রকম পদক্ষেপ নেওয়ার আছে। যেসব দৃশ্য নকলের দায়ে অভিযুক্ত হবে, সেগুলো কর্তন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
Source: www.kalerkantho.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|