সরকার দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
রোববার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
সিটি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডা. শাহ-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, সারা দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। দেশের অসহায় ও দুস্থদের মাঝে সরকার বিনামূল্যে ঘর নির্মাণ করে দেবে। ইতিমধ্যে দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে এখন শীত চলছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রাক্তন এমপি মকবুল আহমেদ, ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান আহসানুল হক টিটু।
Source: www.jugantor.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|