'আম্মাজান' খ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত নির্মাণ করতে যাচ্ছেন তার ৫০তম ছবি। আর এ ছবিতে থাকছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। শাকিব খানকে চুক্তিবদ্ধ করা হলেও এ ছবির নায়িকা কে হবে তা নিয়ে চিত্রপাড়ায় অনেক কথা শুনা যাচ্ছিল।
গত ২৫ নভেম্বর সন্ধ্যায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা মৌমিতা মৌকে চুক্তিবদ্ধ করা হয় বলে নিশ্চিত করেন মৌমিতা। এ ছবির দুই নায়িকার আরেক নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়।
মৌমিতা বলেন, ‘ছবির গল্প ভালো লেগেছে। আমার চরিত্র প্যারালাল। গুণী নির্মাতা ও শাকিব ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। তাদের সঙ্গে কাজ করতে পারছি এটা খুব ভালো লাগছে। আগামী বছরের জানুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা যায়।’
এদিকে, মৌমিতার সর্বশেষ মালেক আফসারি পরিচালিত 'অন্তর জ্বালা' ছবিটি মুক্তি পেয়েছিলো। এদিকে শেষের দিকে রয়েছে 'তোলপাড়', 'রাগী' ও 'অন্ধকার জগত' শুটিং।
Source: www.jagonews24.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|