জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট জয় মাঠে থেকেই দেখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সিরিজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। সেখানে অবধারিতভাবে এল মাশরাফি বিন মুর্তজার নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এরই মধ্যে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার জন্য সরকারি দল আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট গ্রহণের তারিখ। চূড়ান্ত মনোনয়ন পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময়ই তিনি প্রচারাভিযানে ব্যস্ত থাকবেন। তিনি কীভাবে খেলবেন এই সিরিজ? ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।
বিসিবি সভাপতি প্রশ্নটা শুনে শুরুতে মুচকি হাসলেন। বললেন, ‘কঠিন প্রশ্ন। ওর মনোনয়নপত্র জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে, সে অবশ্যই খেলবে। এক দিনের জন্যও যদি সময় থাকে, সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’
তিনি নিজে বর্তমান জাতীয় সাংসদ এবং তার বাবা জিল্লুর রহমান ও মা আইভি রহমানও ছিলেন পুরো দস্তুর রাজনীতিবীদ। জাতীয় নির্বাচনে দাঁড়ালে কতটা ব্যাতিব্যস্ত থাকতে হয়, তা পাপনের খুব জানা। তাই তিনি মাশরাফির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
বরং তার কথায় মনে হয়েছে, মাশরাফির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে কিংবা অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয়, মাশরাফিকে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে?
তখন বিসিবি সভাপতি বলেন, ‘এটি তো আসলে কঠিন একটি প্রশ্ন। তবে যতদূর জানি তাকে বিশ্বকাপে পাওয়া যাবে। এক্ষণ হচ্ছে কি, আসলে ওর নির্বাচনের ইস্যুতে সময়টি যদি আপনারা দেখেন যে ওর নমিনেশন পেপার সাবমিট করার একটি ব্যাপার আছে। এখন সে কবে সেই ফর্ম পূরণ করবে, বা কবে তুলবে, কি প্রোগ্রাম করবে এটি আসলে আমরা এখনও জানি না। যদিও আজকে ওর সাথে আমার দেখা হবে মনে হয়। সম্ভাবনা আছে। তখন জানতে পারব। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে বলে আমার ধারণা। ও যদি একদিনের জন্যও খালি থাকে তাহলে অবশ্যই সে খেলবে। কারণ খেলাটা তার কাছে এখনও প্রাধান্য পায় বলে আমি মনে করি।’
২২ নভেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুই টেস্টের পর ৮ ডিসেম্বর থেকে শুরু ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১৩ ডিসেম্বর।
Source: www.prothomalo.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|