শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও একাধিক খবর প্রকাশ করা হয়েছে। শাকিব খান জানালেন তিনি সত্যি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব।
এ বিষয়ে শাকিব খান বলেন,‘আমি এর আগে দুবার সভাপতি ছিলাম। তখন সমিতিতে উন্নয়ন করেছি,সাধারণ শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি, শিল্পী সমিতিকে শুধু রং দিয়ে সাজালে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশে সিনেমার সংখ্যা কমে গেছে মন্তব্য করে শাকিব বলেন, ‘দিন দিন ছবির সংখ্যা আরো কমছে। বিভিন্ন শুটিংয়ে অযথা বাধা সৃষ্টি করা হয়। আরে শুটিং না হলে ছবি হবে কেমন করে? আমি মনে করি, এখানেও শিল্পী সমিতির ভূমিকা রাখার জায়গা রয়েছে। আমরা সব কাজ করব শুটিংকে সহযোগিতা করার জন্য।’
সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েবকে নিয়ে শাকিব বলেন, ‘তায়েব ভাই চলচ্চিত্র শিল্পীদের জন্য অনেক কাজ করেন। তবে তিনি তা কখনো প্রকাশ করেন না। নীরবে নিভৃতে তিনি কাজ করছেন। তিনি শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা রাখেন। তাঁর মতো একজন মানুষ আমাদের দরকার। এ কারণে তাঁকে নিয়ে নির্বাচন করার চিন্তা করছি।’
২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খান বিজয়ী হন। আগামী বছর মে মাসে সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শাকিব খান বর্তমানে ‘শাহেন শাহ’ ছবিতে অভিনয় করছেন। শামীম আহম্মেদ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|