আগামীকাল (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়েছে।
ঐক্যফ্রন্ট শরিক বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয় থেকে এই অনুমতি গ্রহণ করেন।
প্রতিনিধি দলে থাকা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এদিকে জাতীয় নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী বুধবার দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে গণভবনে প্রথম দফার বৈঠক শেষ হলেও সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ৩ নভেম্বর ফের প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয় ঐক্যফ্রন্ট।
গত শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাত দফা দাবি আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট ৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বলে জানান।
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|