ঐক্যফ্রন্টের চিঠির জবাবে জোটটির নেতাদের গণভবনে সংলাপ ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। কিন্তু সংলাপে বসলেও গণভবনে নৈশভোজে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। নৈশভোজের ব্যাপারে নিজেদের অনাগ্রহের কথা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন ঐক্যফ্রন্টের সঙ্গে থাকা গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।
ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটি ক্রাইসিস মুহূর্তে সংলাপে যাচ্ছি আমরা। সেখানে নৈশভোজের তো কিছু নাই। আমরা যাব আলোচনা করতে, রাতের খাবার গ্রহণ করতে নয়।’
মান্না আরো বলেন, ‘খাবার খাওয়ার তো সময় শেষ হয়ে যাচ্ছে না, সামনে আরো অনেক সময় আছে তখন খাওয়া যাবে। আগে সংলাপে ভালো কোনো ফলাফল আসুক তখন আমরা খাব।’
আজ বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেয় গণভবনের নৈশভোজে অংশ না নেওয়ার। কেন নৈশভোজে অংশ নেবেন না জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সংলাপে যাচ্ছি। সেটার আগে সফলতা আসুক, পরেও খাওয়া যাবে। এখানে অন্য কারণ খোঁজার কিছু নেই।’
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|