গত শুক্রবার সারা দেশের ৮২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘নায়ক’। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অধরা খান।
দর্শক হিসেবে রুমা আখতার বলেন, ‘একসময় অনেক বেশি সিনেমা দেখতাম। কিন্তু এখন আর আগের মতো আসা হয় না। টিভিতে কলকাতার যে সিনেমাগুলো দেখি, সিনেমা হলে এসে দেখি সেগুলোই আমাদের হিরো-হিরোইন দিয়ে বানানো হয়েছে। যেহেতু কলকাতার ছবিটা টিভিতে বারবার দেখা হয়েছে, তাই আমাদের শিল্পীদের অনেক অভিনয় দেখে হাসি পায়। আমরা চাই নিজেদের গল্পের ছবি।’
‘নায়ক’ ছবি নিয়ে অভিসার সিনেমা হলের সহকারী ম্যানেজার লাল মোহম্মদ বলেন, “এখন আসলে সিনেমার ব্যবসা হয় দুদিন, শুক্র ও শনিবার। সেই হিসেবে ভালোই চলছে, প্রথম দুদিন ডিসি হাউসফুল ছিল, প্রথম শ্রেণিতে দর্শক ছিল সন্তোষজনক। সেই হিসেবে গত দুদিনও মোটামুটি দর্শক ছিল। সুপারহিট বলা যাবে না, তবে ছবিটি হিট হয়েছে। এখনকার অনেক ছবিই লস হয়, কিন্তু এই ছবিতে কিছু টাকা থাকবে মনে হচ্ছে। তা ছাড়া শাকিব খানের পর নায়ক বাপ্পীর ছবি দর্শক পছন্দ করে। এর আগে নায়ক বাপ্পীর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটিও দর্শক পছন্দ করেছিল।”
‘নায়ক’ ছবিতে বাপ্পী ও অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানি, অমিত হাসান, রেবেকা, সুব্রত প্রমুখ।
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|