উরুগুয়ের পর দ্বিতীয় দেশ হিসেবে এবার প্রকাশ্যে গাঁজার কেনাবেচা বৈধ ঘোষণা করল কানাডা। আজ বুধবার থেকে দেশটির দোকানগুলোতে উন্মুক্তভাবে গাঁজা বিক্রি শুরু হয়।
গত জুনের মাঝামাঝি সময়ে কানাডার পার্লামেন্টে বিনোদনের জন্য গাঁজা সেবনকে বৈধতা দিয়ে আইন পাস হয়। নানা প্রক্রিয়া শেষে আজ থেকে আইনটির বাস্তবায়ন শুরু হল দেশটিতে।
তবে এ নিয়ে কানাডার বাসিন্দাদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে। এক হচ্ছে স্বাস্থ্যগত ক্ষতি অন্যদিকে গাঁজাসেবনের পর গাড়ি চালানো অবস্থায় বাড়তে পারে দুর্ঘটনার ঘটনা এবং এসব দুর্ঘটনা সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হতে পারে।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এখন থেকে কানাডার মানুষ দেশটিতে উন্মুক্তভাবে গাঁজা কিনতে এবং ব্যবহার করতে পারবে। তবে এর ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কেবল সরকার অনুমোদিত ব্যক্তিরাই গাঁজা উৎপাদন এবং বেচাকেনা করতে পারবেন।
দেশটির সরকার ধারণা করছে, গাঁজার বৈধতার ফলে শুল্ক থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করতে পারবে সরকার।
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|