শুটিং চলছে শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাতে’। শাহিন সুমন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। বৃহস্পতিবার পর্যন্ত প্রথম দফার শুটিং শেষ হবে বলে জানিয়েছেন পরিচালক।
শাহিন সুমন বলেন, ‘গতকাল থেকে আমরা শাকিব খানের শুটিং বাড়ি জান্নাত হাউজে শুটিং করছি। এই ছবিতে আমি সুন্দর লোকেশনগুলোতে কাজ করার চেষ্টা করছি। গল্পের প্রয়োজনে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবিটি নির্মাণ করছি। সময় উপযোগী একটি চলচ্চিত্র হবে একটু প্রেম দরকার।’
শাহিন সুমন আরো বলেন, ‘বর্তমানে অনেক টেকনোলজি তৈরি হয়েছে। যে কারণে গল্প বলার ধরনে এসেছে আধুনিকতা। যখন জিমিজিব ছিল না, তখন বাঁশের মাথায় ক্যামেরা লাগিয়ে শট নিতে হয়েছে। আমি এই ছবিতে চেষ্টা করছি আধুনিক সময়ের প্রযুক্তি ব্যবহার করে ভালো একটি চলচ্চিত্র উপহার দিতে।’
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
Source: www.ntvbd.com
প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম দেখতে এখানে ক্লিক করুন
সব পত্রিকা এক জায়গায় দেখতে এখানে ক্লিক করুন
Bangladesh Yellow Page.Get All Bangladesh Information.Click Here
করোনা ভাইরাস - লাইভ আপডেট
# | দেশ | আক্রান্ত | মৃত | সুস্থ |
---|